মোঃ রাসেল শেখ।
কালিয়া নড়াইল প্রতিনিধি।
কালিয়া উপজেলার নড়াগাতীর পহরডাঙ্গা ইউনিয়নে মাহে রমজানে শ্রমজীবী যুব সমাজের ইফতার মাহফিল আয়োজনে এলাকাবাসী সৌহার্দ্য ও শান্তিময় পরিবেশে মুগ্ধ।
মঙ্গলবার (১১ইমার্চ) নড়াইল জেলার প্রত্যান্ত অঞ্চল কালিয়া উপজেলার নড়াগাতীর মূলশ্রী গ্রামে মাহে রমজান উপলক্ষে ৩০দিনই স্থানীয় মুসল্লীদের আয়োজনে গ্রামের প্রতিটি মসজিদে উৎসব মূখর পরিবেশে মাস ব্যাপী চলে ইফতার মাহফিল। স্থানীয় মুসল্লী মল্লিক কামরুজ্জামান হিটু বলেন, এ ইফতারের প্রথা আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসছে আর আমরা ও পূর্বপুরুষদের অতীত ঐতিহ্য ধরে রাখতে আজ ও গ্রামবাসী প্রতিটি মসজিদে সকলে মিলেমিশে ইফতার আয়োজন করে থাকি, যার ফলশ্রুতিতে সংযমের রমজান মাস এলে আমাদের এলাকা আধ্যাত্বিক ও উৎসবমুখর পরিবেশে মাহে রমজান পালিত হয়। স্থানীয় মুসল্লী আহমেদ সিকদার বলেন, মাহে রমজান এ এলাকাবাসীর এ ইফতার অনুষ্ঠান মূলশ্রীবাসীর শত বছর পূরনো ঐতিহ্য। আজ রোজার ১০তম দিন-আজকের ইফতার আয়োজন করেছে এলাকার শ্রমজীবী যুব সমাজ, আমরা এলাকাবাসী সকলে যুবকদের এমন আয়োজনকে সাধুবাদ জানাই ও উৎসাহিত করি। ভবিষ্যতে যুবকদের সমাজে সকল কাজে যুক্ত থাকার আহবান করেন।
স্থানীয় শ্রমজীবী যুবক রুবেল সরদার জানান, আমরা ও মানুষ, আমাদের ও মন আছে-আমরা চাই সমাজের প্রতিটি কাজে আমাদের সাধ্যমত অংশগ্রহণ করতে, ভবিষ্যতে এলাকার এ ঐতিহ্য ধরে রাখতে আমরা এলাকার যুব সমাজ দৃঢ় প্রতিজ্ঞ। এ ইফতার অনুষ্ঠান স্থানীয় প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হয়, এলাকার সকল ধর্মপ্রাণ মানুষ ধনী, গরীব, ছোট, বড় একসাথে ইফতারের আনন্দই আলদা, এ আয়োজনে অত্র এলাকা আধ্যাত্বিক পরিরেশে মুখরিত হয়ে উঠে।